Daily

ভাইরাসের চিন্তা তো রয়েছেই। তার ওপর দেশবাসীর নয়া ত্রাস ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসা পরিভাষায় যার নাম মিউকরমাইকোসিস। মানুষের মনে উদ্বেগ যত বাড়ছে, তত মানুষের কাছে আসছে বিভিন্ন রকমের খবর। তার কতকটা সত্যি, তো কতকটা ভুয়ো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটি খবর তুমুল ভাইরাল হয়- যেখানে বলা হয় পেঁয়াজের ওপর থাকা কালো আস্তরণ ব্ল্যাক ফাঙ্গাস হবার সম্ভাবনা। খবরটি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সতর্কবাণী হিসেবে বলা হয়, বাজার থেকে কেনার আগে ভালো করে পেঁয়াজ পরীক্ষা করে নিন। এগুলোই ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে।
খবরটি এতটাই ভাইরাল হয়ে যায় যে মানুষের ভুল ভাঙাতে আসরে নামতে হয় আমেরিকার কৃষি দপ্তরকে। বলা হয়, পেঁয়াজের গায়ে লেগে থাকা এই কালো ছাপটি আসলে এক ধরণের সাধারণ ছত্রাক। এগুলো থেকে সংক্রমণের ভয় নেই। তবে খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন।
ব্যুরো রিপোর্ট