Daily

উত্তর-পূর্ব ভারতে নয়া গরু সুরক্ষা আইন আনা নিয়ে তৎপর বিজেপি নেতৃত্ব। আসামে নির্বাচনের পরেই এই সপ্তাহের গোড়ায় ওই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের মুখে শোনা গেল এমনই বক্তব্য।
আসামের গরু যাতে বাইরে না যায়, সে জন্যই রাজ্যের সরকার বিধানসভার পরবর্তী অধিবেশনে গরু সুরক্ষা বিল আনবে বলে জানিয়েছেন আসামের রাজ্যপাল জগদীশ মুখী। গত সোমবার রাজ্যের বিধানসভায় একি সুর শোনা গেল বিজেপি সাংসদ মৃণাল শইকীয়া ও জয়ন্তমল্ল বড়ুয়ার মুখে। অন্যদিকে ওই রাজ্যে নির্বাচনের আগে সরকারি মাদ্রাসাগুলোর অনুমোদন বাতিল করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তবে রাজ্যের বিরোধী দলগুলো মনে করছে এই ধরনের নিষেধাজ্ঞা আনলে ভবিষ্যতে উত্তর ভারতসহ ভারতের অন্যান্য রাজ্যের মতো আসামেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হামলা হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল।
ব্যুরো রিপোর্ট