Daily

অব্যাহত ভোট পরবর্তী হিংসা। কিন্তু এবারে আর মানুষ নয়, গাছ। বিজেপির বিরুদ্ধে চা গাছ উপড়ে ফেলার মত অভিযোগ তুলল তৃণমূল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার বিলাসী মৌজা এলাকায়।
তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় চার হাজার চা গাছ কেটে ও উপড়ে ফেলে নষ্ট করে দেয়। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্য ছোটে। এই ঘটনার জেরে চরম আর্থিক সংকটের মুখে এসে তিনি দাঁড়িয়েছেন। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। পুলিশ এসে ঘটনার সরেজমিনে তদন্ত করে গেছে।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সহ সভাপতি সুরজিত সেন তাঁদের কাঁধ থেকে এই দায় ঝেড়ে ফেলে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন তাঁদের দলের সদস্যদের হাজার হাজার নার্সারি গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে এবং গতকাল এক বিজেপি কর্মীর চা বাগান থেকে চা পাতা তুলে গাড়িতে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা চা পাতা সহ গাড়িটিকে ছিনতাই করে। ঘটনার পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ।
অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুর