Daily

করোনার কুপ্রভাবের মধ্যেও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শাসক বিরোধীর সংঘাত যেন ক্রমশই চড়িয়ে দিচ্ছে অশান্তির পারদ। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিলেও শুনছে কে? তাই ভোট পরবর্তী হিংসা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে। যেখানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, শমীক ভট্টাচার্য, সৌমিত্র খাঁ, সব্যসাচী দত্ত সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিরা। আর এই গোটা কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে।
বৈঠক শেষে সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এখন বিজেপির বহু কর্মীরাই তাঁদের জেলায় বাড়ি ফিরতে পারেননি। প্রতিদিন ঘরে এসেছে শাসিয়ে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি শাসক দলে যোগদান করার মত হুমকিও পাচ্ছেন তাঁরা। এছাড়া কোন জেলায় কত বিজেপি কর্মীর ক্ষতি হয়েছে সেটাও এখন দেখার বিষয়। যারা সরাসরি বিজেপি নেতৃত্বর কাছে এসেছে তাঁদের সুরক্ষা রক্ষার কথা জানালেও দিলীপবাবুর গলায় আতঙ্কের সুর। পাশাপাশি তিনি প্রত্যেকের সুরক্ষার দাবিও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।
ব্যুরো রিপোর্ট