Daily

নির্বাচন পরবর্তী হিংসা শুরু হলো পানিহাটিতে। সোদপুর স্বদেশী মোড় সংলগ্ন এলাকায় বিজেপির একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় আছে । এই নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কে বা কারা প্রথম দফায় পাঁচটি বোমা ও দ্বিতীয় দফায় দুটি বোমা ছোড়ে। যদিও ঘটনায় কেউ আহত হয়নি বলে জানাগেছে । বিজেপির অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনার জন্য দায়ী । ঘটনার প্রেক্ষিতে বিজেপি যুবনেতা জয় সাহার অভিযোগ, নির্বাচনে হার নিশ্চিত জেনে নির্মল ঘোষের নেতৃত্বে এই বোমাবাজি চালায় জনাকয়েক তৃনমূল আশ্রিত দুষ্কৃতী। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পানিহাটির বিজেপির প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন পানিহাটিতে দুষ্কৃতী রাজ কায়েম রাখার জন্যই গুন্ডাবাহিনীকে কাজে লাগাচ্ছেন এখানকার তৃণমূল প্রার্থী। পুলিশের উপস্থিতিতেই দুস্কৃতিকারীরা তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশের উপর আস্থা রেখেই তিনি জানালেন এক ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। যদিও ঘটনা সম্পর্কে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মনস চৌধুরী, সোদপুর