Daily

রাজ্যে ইতিউতি গজিয়ে উঠেছে ভুঁয়ো ভ্যাকসিন ক্যাম্প। চোখের সামনে আসতেই শুরু হয় চাঞ্চল্য। এবার এ নিয়ে সল্টলেকের স্বাস্থ্য ভবনের অধিকর্তার সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যে এলো বিজেপির ডাক্তার সেলের প্রধান তথা সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী। একরাশ ক্ষোভ নিয়ে দেবাঞ্জন দেব কে কটাক্ষ করেন তাঁরা। তাঁরা বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুয়া প্রতারক চিটিংবাজ প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন দেব যে কাণ্ড ঘটিয়েছে, তাতে আতঙ্কিত বঙ্গের মানুষ। চুন থেকে নুন খোশলেই রাজ্য, কেন্দ্রকে কটাক্ষ করে। এক্ষেত্রেও একই হতো বলে তারা দাবি করেছেন।
ভ্যাক্সিনেশন ক্যাম্প থেকে কয়েক হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এখন তাদের শরীর ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে। অত্যন্ত বিপদজনল পরিস্থিতি তৈরি হয়েছে ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে। এ বিষয়ে রাজ্য পুলিশ নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
মানস চৌধুরী, সল্টলেক