Daily
বি পি এন ডেস্ক : তৃণমূলের প্রার্থীতালিকায় বড়সড় রদবদল। বাদ পড়েছেন ঘাসফুলের বেশকিছু পুরনো সৈনিকরা। পরিবর্তে ভোটযুদ্ধে নেমেছেন চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক ব্যক্তিত্ব। বিরোধী শিবিরকে কাবু করতে যখন শাসক শিবিরের ভরসা তারকাপ্রার্থী তখন তৃণমূলের পার্টিকে কার্যত কনফিউজড বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার খড়গপুরের বোগদায় চায়ের আলোচনায় যোগ দেবার পাশাপাশি জনসংযোগের কাজও করলেন। দেখা করলেন সাধারণ মানুষের সঙ্গে। তারপর সিনেমা তারকাদের শাসক শিবিরে যোগদান প্রসঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য ফিল্মতারকাদের দিয়ে নির্বাচনে জয়লাভ শাসক শিবিরের পক্ষে সম্ভব নয়। এই প্রসঙ্গে দিলীপ বাবু উদাহরণ টানেন অভিনেত্রী সন্ধ্যা রায়ের। তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোতো দূরের কথা। সন্ধ্যা রায়কে কোন দিন পার্টি অফিসে দেখতেই পাওয়া যায়নি।
এদিকে তৃণমূলের পুরনো কর্মীরা বাদ পড়ায় অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যেই। তার বেশ কিছু খবরও উঠে এসেছে প্রকাশ্যে। পশ্চিম বর্ধমানের আসানসোলের প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে যেমন বিক্ষোভে সামিল হয়েছেন খোদ শাসক দলের কর্মীরাই তখন অন্যদিকে দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।
সবমিলিয়ে নির্বাচনের ময়দানে যুযুধান দুই শিবিরের দ্বৈরথে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিনেতা কি আদৌ রিয়াল লাইফে সফল নেতা হয়ে মুখ্যমন্ত্রীর মুখরক্ষা করতে পারবেন নাকি ভোটের মঞ্চে মমতার এই ট্রাম্প কার্ড আসলে বিজেপির পথকেই আরও প্রশস্ত করে দিল তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।