Daily

ভয় দেখাচ্ছে তৃণমূল আর ভয় পাচ্ছেন ভোটার। আর এই অভিযোগ এনেই ধর্নায় বসলেন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার শিড়রাই গ্রামে।
বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনের তিনদিন আগে থেকে এলাকায় তৃণমূলের গুন্ডারা রীতিমত শাসানি দিচ্ছে এলাকাবাসীদের। ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেবার মত হুমকিও দিচ্ছে তারা। তৃণমূলের এই দৌড়াত্ম্যে ভীত এলাকাবাসীরা। তার প্রভাবও পড়েছে ভোটে। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র দশ শতাংশ।
বিকাশ বাবুর অভিযোগ, ধর্নায় বসাকালীন তৃণমূলের গুন্ডারা উপস্থিত হয় সেখানে। ধরনা থেকে না উঠলে বোম মারার হুমকিও দেয়। যদিও পরে সেন্ট্রাল ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটকেন্দ্রে নিয়ে যাবারও ব্যবস্হা করে কেন্দ্রীয় বাহিনী।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান