Daily

পুনরায় ভোটগ্রহণের দাবি জানালেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী অর্চনা মজুমদার। তিনি ভোটগ্রহণের দাবি জানিয়েছেন নেপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। তাঁর অভিযোগ, যেখানে সমস্ত জায়গায় ভোটিং পার্সেন্টেজ একেবারে কম সেখানে ইতিমধ্যেই এই বুথে ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ।
তিনি আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বেশ কিছু অনুরাগীদের নিয়ে বুথের ভেতর প্রায় এক ঘন্টা বসেছিলেন। ভোটারদের প্রভাবিত করার মত গুরুতর অভিযোগ এনেছেন এই বিজেপি প্রার্থী। উল্লেখ্য, প্রায় দশটি বুথ থাকা সত্ত্বেও একটিতেও সিসিটিভির ব্যবস্হা নেই। তাই, ঐ বুথে ভোট গ্রহণ নিয়ে কার্যত ধন্দে রয়েছেন তিনি। তাই আবার ভোটগ্রহণের দাবি।
মানস চৌধুরী, উত্তর দমদম