Prime
Daily
বাবার সৎকারে মুখ ঘুরিয়ে দল, এগিয়ে এলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান
By Business Prime News | May 29, 2021
Daily
অসময়ে মুখ ঘুরিয়ে দল। সাহায্যের হাত বাড়িয়ে দিল বিরোধীরা। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েত।
জানা গিয়েছে, নিতীশ বালা, প্রশান্ত বালা এবং প্রদীপ বালা তিন ভাইয়ের প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাঁদের বাবা নলিনী বালা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু দুর্ভাগ্যবশত সৎকারের সহায়তার জন্য এগিয়ে আসেননি কেউ। এমনকি বিজেপি দলের কর্মীরাও ছিল মুখ ঘুরিয়ে। এদিকে সৎকার হচ্ছে না শুনে এগিয়ে আসেন তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা।
পাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লালু হেমরম, উপপ্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা এগিয়ে আসেন সৎকারের জন্য। ব্লক প্রশাসনের নির্দেশ মেনে এবং স্বাস্থ্য বিধি মেনে মৃতদেহ সৎকার করা হয়।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান