Daily

গঙ্গাসাগরের মন্দিরতলায় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া ও শহীদ বেদী ভাঙচুরের ঘটনায় উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের মন্দিরতলা গ্রামের ৩১ নম্বর বুথে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এ নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ফ্ল্যাগ ছেঁড়ে তারপর ওই ফ্ল্যাগ গুলোতে আগুন লাগিয়ে দেয়, ওই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি ও দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা