Daily

মানস আদক , পূর্ব মেদিনীপুরঃ রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে।এরমধ্যে রয়েছে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই চাপ সহ্য করতে না পেরেই ওই বিজেপি কর্মী আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।
মৃত্য বিজেপি কর্মীর দেহ বাড়িতে রেখেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা তাদের দাবি এর প্রশাসন কে এর ব্যবস্থা করতে হবে নাহলে তারা ভোট দিতে পারছেন না শাসক দলের নেতারা তাদের হুমকি দিচ্ছে । মৃত বিজেপি কর্মী উদয়শংকর দোবের বাড়িতে নন্দীগ্রাম থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা।