Daily

সে যেন এক জীবন্ত বিশ্বকর্মা। ছোটবেলার আশ্রয় বলতে বাবার মেকানিকাল ওয়ার্কশপ আর খেলনাবাটি
বলতে পুরনো গাড়ির যন্ত্রপাতি। স্বপ্নকে সার্থক করতে সামর্থ্য সঙ্গ দেয় নি তাকে। তাই নিজেই বানিয়ে ফেলল মস্ত এক গাড়ি।
কেরালার চের থালার আলাপ্পুজা জেলার রাকেশের(২৯) ডিজাইন করা স্বপ্নের হলুদ গাড়িটি যেন ভক্সওয়াগেন বিটলের এক ক্ষুদ্র সংস্করণ।গাড়ি তৈরিতে খরচ হয় ৪০ হাজার টাকা। গাড়ি তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতির বেশিরভাগটাই জোগাড় হয়ে গেল বাবার ওয়ার্কশপ থেকেই। তাছাড়াও ইঞ্জিন নেয় গাড়ি থেকে। অটোরিকশা, বাইক, মোটর সাইকেল থেকে আশে অন্যান্য যন্ত্রপাতি। বিপরীত গিয়ার ডিজাইন করেন স্বয়ং নিজেই।
রাকেশের তৈরি এই হলুদ গাড়ি প্রতি ঘণ্টায় ৪০কিমি যেতে পারে। প্রথমে প্যাডেলিং সিস্টেমে শুরু হলেও দ্বিতীয় মডেলে ডিজাইন করেন সেলফ স্টার্ট সিস্টেম। রাকেশ বলেন,তার হলুদ গাড়ির ট্যাঙ্কের ধারন ক্ষমতা ৪লিটার এবং প্রতি লিটারে প্রায় ৩০ কিমি যেতে পারে এটি। প্রথমে এই গাড়ি তৈরিতে দীর্ঘ ৬ মাস সময় লাগলেও বর্তমানে মাত্র ৩ মাসের মধ্যেই এমন গাড়ি তৈরি সম্ভব বলেও জানান তিনি।
ইতিমধেই তার এই সৃষ্টি আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। এমন সৃষ্টি যে প্রশংসার ঝড় তুলবেই তা আর বলার অবকাশ রাখে না।
ব্যুরো রিপোর্ট