Daily
জন্মদিনে যেখানে কেক কাটিং কিংবা ক্র্যাকার্স ফাটান ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই পরিচিত ট্রেন্ডকে একেবারে পিছনে ফেলে অভিনব জন্মদিন পালনের অনন্য নজির গড়লেন বারাসত শতদল সংঘের কর্মকর্তা সমীর ঘোষ। তাঁর মেয়ে শ্রেষ্ঠা ঘোষের তিন বছর পূর্তি হওয়ার আনন্দ ভাগ করে নিলেন দুঃস্থ মানুষদের সঙ্গে। জন্মদিন সেলিব্রেট করার জন্য বিলাসবহুল স্থান না বেছে বরং বারাসত ফায়ার ব্রিগেড সংলগ্ন তরুছায়া মাঠেই পালন করলেন মেয়ের জন্মদিন। বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
মেয়ের জন্মদিনে কতটা খুশী শ্রেষ্ঠার বাবা সমীর ঘোষ শুনে নিন।
এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষদের মুখে আহার তুলে দিলেন সমীরবাবু ও তাঁর বন্ধু বিশিষ্ট সমাজসেবী বুবু কুন্ডু ও অয়ন অধিকারী। নিজের হাতেই পরিবেশন করে তৃপ্ত তাঁরা। শুধু তাই নয়, খুশী বারাসতবাসীও। অভিনব জন্মদিন পালন প্রসঙ্গে অন্যতম বিশিষ্ট সমাজসেবী অয়ন অধিকারী কি বলছেন চলুন শুনে নেওয়া যাক।
অভিনব কায়দায় মেয়ের জন্মদিন পালন করে খুশি সমীরবাবু। পাশাপাশি তাঁর এই আনন্দের সাক্ষী থাকলেন বারাসতের পথশিশু, ভবঘুরে ও দুঃস্থ মানুষরা।
অঙ্কিত মুখার্জ্জী
বারাসত