Daily

রূপ বদলাচ্ছে জলবায়ু। যত দিন এগোচ্ছে, ততই ভয়ানক রূপ নিচ্ছে জলবায়ু পরিবর্তনের এই পরিস্থিতি। মানুষ যে এই পরিস্থিতির শিকার, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে জলবায়ু পরিবর্তন নামক এই বিভীষিকার শিকার কিন্তু পাখিরাও। জলবায়ু পরিবর্তনের জেরে ক্রমেই ছোট হচ্ছে পাখিদের আকৃতি, গবেষণায় উঠে এলো এমনই তথ্য।
বিজ্ঞানীরা বলছেন, শরীরের আকৃতি বড়ো হলে, ডানার আকারও বড়ো হতে হয়। ফলে আকাশে উড়ে বেড়ানো ক্ষেত্রে বড়ো ডানা নিয়ে উড়তে হলে বেশি এনার্জির প্রয়োজন হয়। ফলে কষ্টও করতে হয় অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের জেরে গরম বাড়ায় পাখিদের সেই ভার বহন করতে রীতিমত গরম হয়ে ওঠে তাদের শরীর। আকৃতি ছোট হলে, সেই অসুবিধাটা হয় না। পরিসর ছোট, ডানার আকৃতিও ছোট। উড়ে বেড়ানো জন্য এনার্জি কম লাগবে। আর শরীরও তুলনায় ঠান্ডা থাকে।
বিশ্ব উষ্ণায়নের সঙ্গে মোটেই খাপ খাইয়ে নিতে পারছে না এক শ্রেণীর পাখিরা। যে কারণে চরম গরমের এই পরিস্থিতি পাখিদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। আর তাই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে দিন দিন অভিযোজিত হচ্ছে তারা। ফলে যত দিন এগোচ্ছে, ততই আকারে ছোট হচ্ছে ওই শ্রেণীর পাখিরা। বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসছে এমনই তথ্য। উল্লেখ্য, গবেষণা চালানো আমাজন জঙ্গলের রেনফরেস্টে থাকা একঝাঁক পাখির উপর।
ব্যুরো রিপোর্ট