Daily

কৃষি বিপন্নন মন্ত্রীর দায়িত্ব পেয়েই জেলার কৃষান মান্ডি গুলো পরিদর্শন শুরু করলেন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন তিনি দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার তিওড়ে অবস্থিত কৃষান মান্ডি পরিদর্শনে আসেন। সেখানের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি কি ভাবে এই কৃষান মান্ডিকে আরও উন্নয়ন মুলক ভাবে জেলার কৃষক বন্ধুদের সাহায্যে লাগানো সম্ভবপর করে তোলা যায়, সে নিয়েও তার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী বিপ্লব মিত্র।
প্রত্যেক বছর জেলায় পেয়াজের আকাল দেখা দেয়। অথচ জেলার কৃষকরা সংরক্ষন করে রাখার অভাবে অনেক আগেই তাদের উৎপাদিত পেয়াজ জলের দরে বাজারে বিক্রি করতে বাধ্য হন । যার ফলে তারা লাভের মুখ দেখতে পান না । সে দিক দিয়ে জেলার কৃষান মান্ডি গুলোতে পেয়াজ সংরক্ষন করে রাখার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব কিনা সে দিকেও খতিয়ে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র।
তিনি জানান প্রত্যেক বছর পেয়াজ সংরক্ষনের অভাবে আমাদের হয়রানীর মধ্যে পড়তে হয়।যোগান ঠিক রাখতে বেশী দাম দিয়ে ভিন রাজ্য থেকে পেয়াজ আমদানী করতে হয়। অথচ আমাদের জেলা তে ভাল পেয়াজ উৎপাদন হলেও স্রেফ সংরক্ষন করে রাখার অভাবে চাষিরা তাদের পেয়াজ বিক্রি করে দিতে বাধ্য হয়। সেদিকে লক্ষ রেখেই তার দপ্তর নতুন ভাবে জেলার কৃষান মান্ডি গুলি তে পেয়াজ সংরক্ষন করে রাখার পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করবে । তাহলে জেলার কৃষান মান্ডি গুলোর যেমন উন্নয়ন হবে, তেমনি জেলার কৃষকরাও উপকৃত হবে বলে তিনি জানান।
শিবশঙ্কর চ্যাটার্জি , দঃ দিনাজপুর ।