Trending
আঙ্গুলের ছাপ নকল করে চলছে প্রতারনা। সাফ হয়ে যাচ্ছে ব্যাঙ্কের টাকা। বায়োমেট্রিক হ্যাক করছে হ্যাকাররা। আধার কার্ডেও সেফ নয় আপনার ইনফরমেশন। সাবধান হন। আপনার এবং আপনার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সিকিওর রাখতে আজই নিজের বায়োমেট্রিক লক করুন।
কীভাবে লক করবেন? রইলো ভিডিও দু মিনিটে।
প্রথমে গুগল বা যেকোনো ব্রাউজারে গিয়ে my Aadhar টাইপ করে ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর সেখানে লগ ইন করতে হবে। মনে রাখবেন, সবার আগে আপনার মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজন। এরপর পেজে দেখানো ক্রেডেনশিয়াল ফিল আপ করে সেন্ড ওটিপি-টে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর যে ড্যাশবোর্ডটি ওপেন হবে, সেখান থেকে Lock/ Unlock biometrics option-এ ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো প্রসেসটি পড়ে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সবশেষে স্ক্রিনে দেখানো এই ছোট্ট বক্সটিতে টিক দিয়ে নেক্সট-এ ক্লিক করতে হবে। এরপর আপনার বায়মেট্রিকটি লক হয়ে যাবে।
এটা আপনি টেম্পরারিলি বা পার্মানেন্টলিও করতে পারেন। এর ফলে আপনি ছাড়া আপনার বায়োমেট্রিক আর কেউ ব্যবহার করতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে, বায়োমেট্রিক লক থাকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা চেক করবেন কীভাবে আর রেশনের দোকানেই বা যাবেন কীভাবে? অসুবিধা নেই। সেম প্রসেস ফলো করে আপনি আপনার বায়োমেট্রিকটি আনলকও করতে পারবেন। সকলকে সচেতন করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ