Daily

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন গরু পাচার কান্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের আইনজীবী। নোটিশে বলা হয়েছে, বিনয় মিশ্রের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী তাঁর এবং তাঁর পরিবারের সম্মানহানি করেছেন।
উল্লেখ্য, গত ১১ জুন শুভেন্দু টুইট করে জানান, বিনয় মিশ্র ২০১৮ সাল থেকেই ভানুয়াতুরের নাগরিকত্ব নিয়েছিলেন। শুভেন্দুর প্রশ্ন, যে ব্যক্তি আসলে একজন বিদেশি, সে কিভাবে কোন রাজনৈতিক দলের অংশ হতে পারে? এই নিয়ে কমিশনের দৃষ্টিও আকর্ষণ করেছিলেন তিনি।
তারপরেই বিনয় মিশ্রের আইনজীবির থেকে পাল্টা অভিযোগ তোলা হয় শুভেন্দুর বিরুদ্ধেই। বলা হয়, শুভেন্দু ২০২০ সালের ২৩ জুলাই তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন। কিন্তু সেইসময় তিনি ভারতের নাগরিকই ছিলেন। ঐ বছরের ১৯ ডিসেম্বর দুবাইয়ে তিনি ভারতীয় পাসপোর্ট জমা দেন। তার আগে তৃণমূলের পদও ছেড়ে দিয়েছিলেন। ২২ ডিসেম্বর তার পাসপোর্ট জমার সার্টিফিকেট ইস্যু করা হয়।
উল্লেখ্য, গরু পাচার কান্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র কয়লা পাচার কান্ডেও অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। হন্যে হয়ে সিবিআই তাকে খুঁজে বেরাচ্ছে। এখন শুভেন্দুকে আইনি নোটিশ পাঠানোয় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই থাকবে নজর।
ব্যুরো রিপোর্ট