Daily

অতিমারির আবহে বিধ্বস্ত ভারত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। করোনা বিপর্যয়ে এবার ভারতের পাশে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যাবসায়ি তথা সান মাইক্র সিস্টেমের সহ প্রতিষ্ঠাতা বিনোদ খোসলা। অক্সিজেনের আকালে ভারতের হাসপাতাল গুলিকে ১০ মিলিয়ন ডলার দান করলেন অক্সিজেন সরবরাহের জন্যে।
রোববার টুইটারে এই সহায়তার কথা প্রকাশ করেন তিনি। টুইটারে তিনি বলেন,
“ ভারতকে সহায়তার জন্য এটা যথেষ্ট নয়। আমরা ২০ হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ১৫ হাজার সিলিন্ডার, ৫০০ আইসিইউ বেড, ১০০ ভেন্টিলেটর, ১০ হাজার শয্যার কোভিড সেন্টার চেয়ে প্রায় প্রতিদিনই ভারতের অলাভজনক হাসপাতালগুলোর কাছ থেকে অনুরোধ পেয়ে আসছি। জরুরি ভিত্তিতে আমাদের আরও বেশিকিছু করতে হবে ভারতের জন্য”।
প্রতিশ্রুতি অনুযায়ী খোসলা পরিবার @গিভইন্ডিয়া প্লাটফর্মে ১০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন বলেও জানান তিনি। ভারতে অনেক বেশি সহায়তার প্রয়োজন এবং একদিন দেরি হওয়া মানেই অনেক মানুষের মৃত্যু। অক্সিজেনের অভাবে প্রতিটি হাসপাতলে রোগীদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। তাই ভারতের পাশে অন্যদেরও দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য , ভারতের এই সংকটে আমেরিকা, জার্মানি সহ বিশ্বের অনেক দেশই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
ব্যুরো রিপোর্ট