Market

জীবন গড়ার জন্য অভিভাবকের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। এবার সেই অভিভাবকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল জীবন প্রকল্প। উত্তর ২৪ পরগনার বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার লেলিন গড়ের চালু হচ্ছে এই প্রকল্পের প্রথম ইউনিট। যেখানে রাজ্যের ১০ হাজার মানুষ উপার্জনের পথ খুঁজে পাবেন। একইভাবে কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের। ইন্ডাস ইন্টিগ্রেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট নামক একটি সংস্থা নিজের খরচে এবং সরকারি দপ্তরের সহযোগিতায় জেলায় জেলায় ঘুরে এই সমীক্ষা চালাবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং উদ্যমী যুবক যুবতীরা নয়া দিশা দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে।
আজ এই কেন্দ্রের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই জীবন প্রকল্প নিয়ে তিনি সরাসরি বিজনেস প্রাইম নিউজকে কী বললেন, শুনে নেওয়া যাক।
এমনকি এই কেন্দ্রে টেলিমেডিসিন সেন্টারের পরিষেবাও রয়েছে। যেখানে মানুষ গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে ডাক্তার দেখানোর সুবিধা পাবেন। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন প্রায় জনা পঞ্চাশেক স্বনির্ভর মহিলা। যারা স্বাস্থ্য সাথী হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেবেন পরিষেবা। প্রাথমিকভাবে রাজ্য সরকারের মুক্তিধারা স্কিমে উল্লিখিত ১৩ টি জেলায় ৩৪ হাজার মহিলার ওপর সমীক্ষা চলবে। প্রত্যেকটি ব্লকস্তরে পৌঁছে গিয়ে মানুষের জীবন অনেকটা মসৃণ করে দেবে জীবন প্রকল্প।
অঙ্কিত মুখার্জী, বিক্রম লাহা
উত্তর ২৪ পরগনা