Prime
Daily
সি বি আই বিশেষ আদালতে বিকাশ
By Business Prime News | April 16, 2021
Daily
বেআইনি কয়লা কারবারের সঙ্গে যুক্ত , এই অভিযোগে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গত ১৬ মার্চ দিল্লিতে গ্রেফতার করে ই ডি । শুক্রবার তদন্তের প্রয়োজনে আসানসোল সি বি আই বিশেষ আদালতে তাকে তোলা হয় , এবং সিবিআই-এর পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্যে আবেদন জানানো হয় । শুনানির প্রক্রিয়া চলছে , সূত্রের খবর, বিকাশ মিশ্রকে এতদিন তাকে তিহার জেলে রাখা হয়েছিল। এই দিন তাকে ধানবাদ পর্যন্ত ট্রেনে , বাকি আসানসোল আদালত পর্যন্ত সড়কপথে নিয়ে আসা হয় ।
সৌমিত্র গাঙ্গুলি,পশ্চিম বর্ধমান