Daily

প্রসেনজিত্ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবুর প্রত্যাবর্তন থিয়েটারে মুক্তির অপেক্ষায়। আর মুক্তির আগেই স্বয়ং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তার ট্যুইটার হ্যান্ডেলে প্রসেনজিত্ এবং পরিচালক সৃজিত মুখার্জিকে শুভকামনা জানালেন।
অভিভূত প্রসেনজিত্ দ্রুত তার ট্যুইটের অমিতাভ কে ধন্যবাদ জানিয়েছেন।
কাকাবাবুর প্রত্যবর্তন ছবির মুক্তি করোনার কারণে বেশ কয়েকবার স্থগিত হয়েছে। অ্যাডভেঞ্চার ফ্লিকটি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে তৈরি। গল্পটি রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু (প্রসেনজিত্ চ্যাটার্জি) এবং তার ভাগ্নে সন্তু (আরিয়ান) কে অনুসরণ করে যারা একটি আরামদায়ক ভ্রমণের জন্য কেনিয়ার নাইরোবিতে যায়।
কাকাবাবুর আগের দুটি ছবি -মিশর রহস্য এবং ইয়েতি অভিজান- কাল্পনিক চরিত্রের অনুগত ফ্যান বেস থেকে অনেক ভালবাসা পেয়েছিল। এবার আসন্ন অ্যাডভেঞ্চার ড্রামা বক্স অফিসে কীভাবে দর্শক দের মন জয় করে এবং করোনার বাধা কাটিয়ে কিভাবে সাফল্যর মুখ দেখে সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট