Market
টেক্কা যদি দিতেই হয় তবে সেয়ানে সেয়ানে। ভারতীয় রিটেল বাজারে বিগ বাজার এবং মার্কিনী ই-কমার্স জায়েন্ট অ্যামাজনের মধ্যে আইনি ঝামেলার খবর নতুন নয়। একদিকে জেফ বেজোসের সংস্থা যখন গ্রাহকদের স্বার্থে চালাচ্ছে ‘ইন্ডিয়া কি আপনি দুকান’ এর মত ক্যাচলাইন তখন কিশোর বিয়ানির সংস্থাই বা পিছিয়ে থাকবে কেন? তাই গ্রাহকদের কথা মাথায় রেখে বিগ বাজার নিয়ে এসেছে ‘ইন্ডিয়া কি আসলি দুকান’।
ক্যাচলাইন নিয়ে যখন প্রতিযোগিতা তুঙ্গে তখন আরও একধাপ এগিয়ে গেল বিগ বাজার। অতিমারি সময়ে নিল এক বড়সড় পদক্ষেপ। দু’ঘণ্টার মধ্যে ভারত জুড়ে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে তারা। এখন বেশ কিছু রাজ্যের মাথায় ঝুলছে লকডাউনের খাঁড়া। সেই সকল এলাকায় মানুষের পক্ষে বাড়ি থেকে বেরোনো বেশ আতঙ্কের। তাই গ্রাহকদের সুবিধার্থেই বিগ বাজারের এই নয়া উদ্যোগ।
অতিমারি আবহে ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানি ব্যবসা বেশ ধাক্কা খায়। তখন শেয়ার বিক্রির চেষ্টা করেন তিনি। ঠিক সময় নিজের হাতে ফিউচারের এই ব্যবসাকে নিয়ে নেবার জন্য এগিয়ে আসে রিলায়েন্স। এদিকে অ্যামাজনের বিনিয়োগ থাকাতে আদালতের দ্বারস্থ হয় জেফ বেজোসের সংস্থা। আইনি সংঘাতের মধ্যেই এখন প্রতিযোগিতার বাজারে অ্যামাজনকে টক্কর দিতে জমি ছাড়লোনা বিগ বাজার।
ব্যুরো রিপোর্ট