Market

অর্ডার দেবার একঘন্টার মধ্যেই দোরগোড়ায় আসবে বিগ বাস্কেট। এমনই এক্সপ্রেস ডেলিভারির কথা জানিয়েছে এই সংস্থা। বলা হয়েছে, আগামী দু-তিন মাসের মধ্যে বিগ বাস্কেট তাদের ডেলিভারি সিস্টেমের খোলনলচে পাল্টে দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগ বাস্কেটে টাটা ডিজিটাল ১.২ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। তারপরেই ডেলিভারি সিস্টেম নিয়ে সংস্থার পক্ষ থেকে আমূল বদলের সিদ্ধান্ত নেওয়া হয় । কারণ টাটা ডিজিটাল বিনিয়োগ করার দরুণ বিগ বাস্কেট চলে এসেছে টাটার ছাতার তলায়।
টাটা ডিজিটাল এবং বিগ বাস্কেট- এই দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ নিলে গ্রাহকদের কাছে আরও ভালোভাবে পৌঁছে যাবে বিগ বাস্কেট। নুন থেকে সফটওয়্যার- টাটা গ্রুপ এখন প্রস্তুত তাদের বহু প্রতীক্ষিত একটি অ্যাপ নামানোর জন্য। যা হয়ত এই বছরের শেষেই টাটা ডিজিটালের হাত ধরে আত্মপ্রকাশ করবে।
ব্যুরো রিপোর্ট