Trending
ভুটান অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন শিল্প। জল শক্তি ছাড়াও ভুটানের অর্থনীতিকে মজবুত করছে পর্যটন শিল্প। আর তাই ভুটানে পর্যটকদের আনাগোনা বাড়ানোর জন্য ফের খুলে দেওয়া হচ্ছে ভুটানের দরজা। মনে করা হচ্ছে ১ জুলাই থেকে ভুটান বাইরের জগতের সঙ্গে ফের যোগাযোগ শুরু করবে। তবে হ্যাঁ, এবারে হয়ত ভুটান সফর আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। মনে করা হচ্ছে বিদেশী পর্যটকদের জন্য খরচ বাড়ছে ভুটানের। প্রতি বছরেই ভুটানে ভারত থেকে বহু পর্যটকদের পা পড়ে। সেক্ষেত্রে ভারতীয় পর্যটকদের পকেটে চাপ বাড়ছে আরও। একইসঙ্গে চাপ বাড়ছে বাংলাদেশী পর্যটকদের উপরেও। পর্যটন শিল্পকে ফের চাঙ্গা করতে ভুটানের পর্যটন সার্কিট ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।