Trending

করণা মহামারীর প্রথম দিন থেকেই আজ দুবছর পর্যন্ত হিমালয়ের কোলে প্রকৃতির ক্যানভাসে সাজান দেশ ভুটান বন্ধ করে রেখেছে জয়গাঁওতে নিজেদের সিংহদুয়ার।
আজ দু বছর হতে চলল। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া আর আন্তর্জাতিক বাণিজ্য ছাড়া কালচিনি ব্লকের জয়গাঁওতে ভুটানের সিংহদরজা বন্ধ রয়েছে বিদেশীদের জন্য। সড়কপথে ভুটান যেতে গেলে পর্যটকদের এই সিংহদুয়ার পার করতে হয়। অথচ করোনা ঠেকাতে আজও বন্ধ রয়েছে এখানকার সিংহদুয়ার।
গেটের ওদিকে ভুটানের ফুলসিলিং তো অন্যদিকে ভারতের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁও সহ একের পর এক আধা মফস্বল শহর যা পুরোপুরি নির্ভর করে পর্যটকদের উপর। বলা ভালো, এখানকার ব্যবসা-বাণিজ্যের সিংহভাগ আসে ভুটানিদের নিত্যদিন আনাগোনায়। কিন্তু সেদিন তো আজ অতীত । তাই মার খাচ্ছে এখানকার ব্যবসা-বাণিজ্য। স্থানীয় অর্থনীতি।
এখানকার অধিকাংশ হোটেলগুলি আজ খাঁ খাঁ করছে পর্যটকের অভাবে। অথচ ভারতের সীমান্ত ঘেষা আলিপুরদুয়ার জেলার মূল অর্থনৈতিক কর্মকাণ্ড একসময় আবর্তিত হত এই জয়গাঁও থেকে। আজ এখানকার বাজারগুলিতে শুধুই সুনসান বিষন্নতার ছায়া। পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডের ছবিটা তুলে ধরলেন বিজনেস প্রাইম নিউজ এর প্রতিনিধি আমাদের ক্যামেরায়।অর্থনীতির হালহকিকতটা তুলে ধরার তাগিদ থেকে।
বিশ্বের বিভিন্ন দেশ যখন কিছুটা হলেও লকডাউন বিধি শিথিল করেছে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ঠিক তখনই জয়গাঁ সীমান্তে ভুটান গেটের বন্ধ দরজাটা বুঝিয়ে দিচ্ছে পড়শী দেশ ভুটান করোনা ঠেকাতে তৎপর হলেও ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতিকে সচল রাখতে ততটা দূরদর্শিতা কিংবা সাহস দেখাতে এখনই পারছে না। তাই আজও সর্তকতা মেনে খোলা গেলোনা ভুটান গেটের দরজার সর্বসাধারণের জন্য। এর জন্যই মার খাচ্ছে ভারত ভুটান দু’দেশেরই ব্যবসা বাণিজ্য।
আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের 699 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই বিস্তৃত সীমান্তপথে একদিকে যেমন রয়েছে ভারতের আলিপুরদুয়ার যা পর্যটনের জেলা হিসেবে ভারতের মানচিত্রে জায়গা দখল করে নিয়েছে তেমনি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁ শহর হচ্ছে সেই শহর যা একেবারেই ভুটান লাগোয়া বলা যেতে পারে কলকাতার মত ভুটানের ধর্মতলা হল আলিপুরদুয়ারের জয়গাঁ শহর।
থিম্পু পারো ফুলসিলিং থেকে বহু ভুটানিরা এই শহরে এসে বিকিকিনির মাধ্যমে এখানে একটা স্বয়ংসম্পুর্ণ অর্থনীতি গড়ে তুলেছিলেন আর সেই অর্থনীতিতে বড় তালা ঝুলিয়ে দিল করোনার সংক্রমণ। তাই বাণিজ্য কিংবা মেডিকেল জরুরী পরিষেবায় গেটের ভারী দরজা খুললেও অর্থনীতির স্বার্থে পর্যটনের স্বার্থে এখনো কিন্তু প্রকৃতির ক্যানভাসে আঁকা দেশটি ঠিক করতে পারল না কবে থেকে এই গেট আবার খোলা হবে।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার