Daily
কেউ কথা রাখল না। শুধু প্রতিশ্রুতিই সার। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ চলছিল প্রাচীর নির্মাণের। কিন্তু প্রাচীর গড়তে গিয়ে ভাঙনের মুখে পড়ল বিস্তর এলাকা। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পেলেও এখনো কিছুই পাননি গ্রামবাসীরা। মাঝপথেই থেমে গেল সেই নির্মাণ কাজ। এমনই ঘটনা ঘটল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ভুটান সীমান্তে।
জানা গিয়েছে, ক্ষতিপূরণ দেওয়া তো দূর কি বাত, সেই নিয়ে কোনরকম উচ্চবাচ্য করল না সংস্থা। এর জেরে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মাঝপথেই থামিয়ে দেন নির্মাণ কাজ। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য কি প্রতিক্রিয়া দিলেন, চলুন শুনে নেওয়া যাক।
ভারত – ভুটান আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর নির্মাণের সময় আপার খোকলাবস্তি এলাকার বেশ কিছু বাসিন্দার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি, ক্ষতিগ্রস্ত হয়েছে সুপারি বাগান। এছাড়াও পানীয় জলের পাইপও ক্ষতির মুখে পড়েছে। তীর্থের কাকের মতো বসেছিলেন এলাকাবাসীরা ক্ষতিপূরণ পাবেন বলে। অবশেষে মোহভঙ্গ হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছেন আলিপুরদুয়ার জেলার জয়গাঁ আপার খোকলাবস্তি এলাকার বাসিন্দারা। কেন এমন হল এই বিষয়ে বিজনেস প্রাইম নিউজকে বললেন সংস্থার সুপারভাইজার।
যদিও প্রাচীর নির্মাণের কাজ এখন শেষের পথে, তবুও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। সেই ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে এলাকাবাসী এদিন সীমান্ত প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
এই আন্দোলনের ছবি বিজনেস প্রাইম নিউজের ক্যামেরাবন্দি হওয়ায় এবার সংস্থা কি নড়েচড়ে বসবে? নাকি, একটানা আন্দোলন চলতে দেবে? পরিস্থিতি এখন কোনদিকে মোড় নেয়? সেদিকে যেমন নজর রয়েছে এলাকাবাসীর, একইভাবে চিন্তিত ওয়াকিবহাল মহলের একাংশ।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার