Story
ফের হৈচৈ দিঘা মোহনায়। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকার কই ভোলা মাছ। এই মাছের বাজারদর বেশ ভালো রকম। মনে করা হচ্ছে, মাছটি বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন মৎস্যজীবীরা। কত দামে এই মাছ বিক্রি হতে পারে? আজকের ছোট্ট প্রতিবেদনে শেয়ার করব সেটাই।
কই ভোলা মাছ আর তার ওজন প্রায় ১১০ কেজি। এই বিশাল্কায় ওজনের মাছ সচরাচর বন্দর এলাকায় দেখতে পাওয়া যায় না। বরং এমন বিশাল ওজনের মাছ সাধারণত দেখা যায় গভীর সমুদ্রে। তবে আগেও নাকি একবার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল ১৭৫ কেজি ওজনের কই ভোলা মাছ। এবারে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১১০ কেজি ওজনের মাছটি। তারপর আড়তে নিয়ে আসতেই হৈচৈ পড়ে যায় মৎস্যজীবীদের মধ্যে।
কই ভোলা এই মাছটির দাম তো আপনারা শুনলেনই। প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। পারাদ্বীপ থেকে মাছটি নিয়ে আসা হয়েছে এবং তোলা হয়েছে IBCC আড়তে। এই মাছটিকে রফতানি করা হবে বিদেশে। মূলত বাংলাদেশে রফতানি করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই আড়তে এই বিশালকায় কই ভোলা উঠতেই কার্যত হুলুস্থুলু পড়ে গিয়েছে। সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। আজকের প্রতিবেদন এটুকুই। লাইক করুন, শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর