Market
এবার কিউআর পরিষেবা ভুটানে। আর এই পরিষেবার হাত ধরেই ভুটানে প্রথমবারের জন্য পা রাখতে চলেছে ভিম-ইউপিআই অর্থাৎ ইউপিআই ব্যবহার করে কোড স্ক্যান করলেই ভুটানে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে কোন বাধা থাকবেনা। ভুটানের রয়্যাল মানিটারি অথোরিটির সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে কিউআর তৈরির কাজ করবে ভিম-ইউপিআই।
ভুটানে এই প্রোজেক্টের উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের অর্থমন্ত্রী লিওনপো নামগে শেরিং। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই সার্ভিস চালু হয়ে গেলে ভারতীয়রাও ভুটানে ঘুরতে এসে ভিম-ইউপিআই ব্যবহার করে জিনিসপত্র বেচাকেনা করতে পারবেন। প্রতিবছর ২ লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক ভুটান বেড়াতে যান। ইউপিআই-এর সুবিধা নিলে ভুটান ভ্রমণ ভারতীয় পর্যটকদের জন্য অনেকটাই মসৃণ হয়ে যাবে।
লকডাউন পর্বে ভিম-ইউপিআই টাকা লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায়। ২০২০-২১ সালে ইউপিআই এর মোট ব্যবসার পরিমাণ ছিল ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলার। যা থেকে পরিষ্কার ইউপিআই এর জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। এখন দেখার সেই জনপ্রিয়তা ভুটান বাজারেও ধরে রাখা সম্ভব কিনা।
ব্যুরো রিপোর্ট