Daily

উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকার কালাচাঁদ পাড়ার ভট্টাচার্য্য বাড়ি। সকাল থেকেই বাড়িতে ভীষণ ব্যস্ততা। গিন্নিরা ব্যস্ত ভোগ রান্না আর পুজোর জোগাড় করতে। কর্তারা ব্যস্ত অন্যান্য আয়োজনে। মায়ের পুজো তো রয়েইছে, সাথে রয়েছে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র পরিকল্পনা।
মায়ের আশীর্বাদে মায়ের সন্তানের পাশে দাঁড়ালো দত্তপুকুরের ভট্টাচার্য্য বাড়ি। এদিন প্রায় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করেন বাড়ির কর্তা গোপাল ভট্টাচার্য্য। এক্ষেত্রে অবশ্য যোগ্য সহধর্মিণীর মত তাঁর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী সঞ্চিতা ভট্টাচার্য। করোনা সতর্কতা বিধি মেনেই এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ স্বপন রায়,সমাজসেবী ডাঃ বিবর্তন সাহা সহ বিশিষ্টজনেরা।
তবে এটাই প্রথমবার নয়। মা কালীর আশীর্বাদে সারা বছরই বিভিন্নরকম সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের পরিবার। এদিন শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, একরাশ আশীর্বাদ নিজেদের মাথায় নিয়ে এমনটাই জানান ভট্টাচার্য্য দম্পতি।
সৌদিপ ভট্টাচার্য্য, বারাসাত