Daily

মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য ময়দানে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্ঘ। একদিকে যখন গোটা রাজ্যজুড়ে হাসপাতালের শয্যা সংকট রাজ্যবাসীর মনে ক্রমশ চড়িয়ে দিচ্ছে আতঙ্ক, উদ্বেগ ঠিক তখনই সাধারণ মানুষের পাশে প্রতিবারের মত এবারেও ভারত সেবাশ্রম সঙ্ঘ। গড়িয়ায় সঙ্ঘের আশ্রমের মধ্যেই উদ্বোধন হল সেফ হোমের। সঙ্ঘের সঙ্গে হাত মিলিয়েছে এথনা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
গড়িয়ার আশ্রমে এই সেফ হোমে রয়েছে ২৫টি শয্যা। যার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের গড়িয়া শাখার প্রধান স্বামী গিরিসানন্দ মহারাজ। সম্পূর্ণ বিনামূল্যে করোনা রোগীদের পরিষেবা দেওয়াই সঙ্ঘের মূল লক্ষ্য। আপাতত ২৫ শয্যা রাখা হলেও ভবিষ্যতে প্রয়োজন মত আরও শয্যার সংখ্যা বাড়ানো হবে বলে জানান হয়েছে সঙ্ঘের তরফ থেকে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় এটাই সঙ্ঘের প্রথম পদক্ষেপ নয়। জোকাতে সঙ্ঘের হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে করোনার চিকিৎসা।
ব্যুরো রিপোর্ট