Jobs

ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ভাবছেন কী করবেন? আপনাদের জন্য রয়েছে সুখবর। ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ ইউনিট ডেপুটি ইঞ্জিনিয়ার পদে ৩৪ জন লোক নিচ্ছে। জেনে নিন কারা কোন পদের জন্য উপযুক্ত।
ডেপুটি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
যোগ্যতাঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংএর প্রথম শ্রেনীর ডিগ্রী ( বি.ই, বি. টেক বা বি.এস.সি ইঞ্জিনিয়ারিং) কোর্স যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারেন। ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ২৮ বছরের মধ্যে।
মূল বেতনঃ ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা
শূন্যপদঃ ১৮ টি ( জেনাঃ ১০, ইডব্লিউএস ১, ওবিসি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)
ডেপুটি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স)
ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন, কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর প্রথম শ্রেনীর ডিগ্রি ( বি.ই, বি.টেক বা বি.এস.সি ইঞ্জিনিয়ারর কোর্স যারা পাশ করেছেন তারা আবেদন করার যোগ্য। তাছাড়া ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়সঃ ২৮ বছরের মধ্যে
মূল বেতনঃ ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা
শূন্যপদঃ ১৬ টি (জেনাঃ ৮, ইডব্লিউএস ১,ওবিসি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)
উপরিউক্ত দুটি ক্ষেত্রেই বয়সের হিসেব হবে ১-৯-২০২৩ এর হিসেবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে। মেকানিক্যাল বিভাগে ৫ বছর এবং ইলেক্ট্রনিক্স বিভাগে ৩ বছরের চুক্তিতে লোক নেওয়া হবে।প্রার্থী সিলেক্ট হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তারপর হবে ইন্টার্ভিউ। দিল্লীতে পরীক্ষা হবে। প্রার্থীরা ৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে https://jobapply.in/BEL2023AUGDEGZB .
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ