Trending
শুনলেন তো একেই বলে সোনায় সোহাগা।
কথায় আছে বাঙালির পায়ে নাকি সর্ষে ফেলা। সেই ভ্রমণপিপাসু বাঙালির বাংলা থেকেই শুরু হলো ভারতীয় রেলের ভারত দর্শন অভিযান।
করোনা আর লকডাউনের জোড়া ফলায় বাঙালি ভ্রমণের স্বপ্নটায় যেন পড়েছিল মস্ত ঝুল। সেই চুল সরিয়ে বাংলার দুর্গাপুর থেকে রেল মন্ত্রক শুরু করল ৬০০ যাত্রী নিয়ে ভারতীয় রেলের স্বপ্নের প্রকল্প ভারত দর্শন।
সম্প্রতি দুর্গাপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল ৬০০ যাত্রী নিয়ে এই ট্রেন। সবচেয়ে কম খরচে যাত্রীদের ভারত দর্শনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। একদিকে যেমন পর্যটন শিল্পে জোয়ার আসবে তেমনি ভারতীয় রেলও লোকসানের বোঝা কমিয়ে এই পর্যটন থেকেই লাভের পরিমাণ বাড়াতে বদ্ধপরিকর। খুব স্বাভাবিক ভাবেই খুশির হওয়া এই ট্রেনে সফররত যাত্রীদের মধ্যে।
এবার থেকে নিয়মিত ভারতের বিভিন্ন রেলস্টেশন থেকে শুরু হবে ভারত দর্শনের যাত্রা। ভারতীয় রেলের পর্যটন বিভাগের পক্ষ থেকে যাত্রীদের ঘোরানোর পাশাপাশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে।
এই ট্রেনে বিশেষ ব্যবস্থা হিসেবে থাকছে নতুন আইসোলেশন কোচ। করোনা আবহে কোন যাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তবে তার দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে রেল মন্ত্রক।
ফুল ও বেলুনে মোড়া ট্রেনে উঠে রীতিমত খুশি হাবরার বাসিন্দা নওল কিশোর গুপ্তা ।খাওয়া-দাওয়া থেকে শুরু করে রীতিমতো জামাই আদর করে যাত্রীদের সফর করাচ্ছে ভারতীয় রেল।
দীর্ঘদিন ঘরে থাকা বাঙালি ঘুরতে যাওয়ার স্বাদ পেয়ে রীতিমতো আনন্দিত। ১৩ দিনের সফরের খরচ মাত্র ১৩ হাজার টাকার মতো। এই সফরে পাঁচ পাঁচটি জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি আরো অনেক জায়গায় নিয়ে যাবে যাত্রীদের রেল।
রেলের উদ্যোগ যে ভারতীয় অর্থনীতির পালে নিঃসন্দেহে কিছুটা বাড়তি অক্সিজেন জোগাবে সে কথা বলাই যায়।
দুর্গাপুর থেকে বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ