Market

এ বছরের নভেম্বর মাসের ২১ এবং ২২ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে দিল্লীতে ৪০ টিরও বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থ উপদেষ্টা অমিত মিত্র। গতবছরের শিল্প সম্মেলনে ৩.১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হয়েছিল যার ৫০.০১ % টাকার লগ্নি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এবারে বিনিয়োগের এই সীমা পেরিয়ে যেতে চায় রাজ্য।
রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এইবারের শিল্প সম্মেলন নিয়ে ভীষণভাবে আশাবাদী। তিনি মনে করেন এই সম্মেলন আগেরবারের থেকে অনেক বেশি সফল হবে। ৪০ টিরও বেশি দেশের সঙ্গে কূটনৈতিক বৈঠকের পর অমিত মিত্র জানান যে গতবছর যে সব দেশ শিল্প সম্মেলনে অংশ নিয়েছিল তাদের সবার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এই বৈঠক চলেছে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে। তাঁর ধারণা কূটনীতিকরা সাধারণত এত সময় ধরে আলোচনা করেন না। কিন্তু তারা যখন আলোচনার জন্য এতটা সময় খরচ করেছেন তাহলে তার নিশ্চয়ই একটা ইতিবাচক দিক আছে। তিনি মনে করছেন এবারের সম্মেলনে আরও বেশি দেশ অংশগ্রহণ করবে।
গতবছরের বিনিয়োগের পরিমাণকে ছাপিয়ে এগিয়ে যেতে সুনিশ্চিত রাজ্য সরকার। সেই প্রস্তুতিতে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছে। লগ্নি বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন খনি থেকে কয়লা-শেল গ্যাস, অশোকনগর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ONGC র গ্যাস সংগ্রহ, গেইলের পাইপলাইন, সিটি গ্যাস, নিউটাউনের সিলিকন ভ্যালি হাব, সিমেন্ট সেন্টার হাব, লেদার হাব, চিংড়ি রপ্তানি থেকে মানুষের চুল রপ্তানি ইত্যাদি বিষয়ের ওপরই রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ