Daily
শেষ হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ঢালাও বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে বাইশের বাণিজ্য সম্মেলনে। যা কার্যত বাংলার শিল্প সম্ভাবনার পথ অনেকটা মসৃণ করে দিল বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এবারের বাণিজ্য সম্মেলন নিয়ে আশাবাদী ছিলেন। তাঁর সেই লক্ষ্য অনেকটাই পূরণ হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু বাণিজ্য সম্মেলন চলাকালীনই বাংলায় বিনিয়োগের প্রস্তাব এসেছে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা। বিনিয়োগ প্রস্তাব কার্যকরী হলে কর্মসংস্থান হবে ৪০ লক্ষ মানুষের। এছাড়াও মউ স্বাক্ষর হয়েছে ১৩৭টি মতন। রাজ্যে অনেকগুলি রফতানি কেন্দ্র তৈরি করার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যে ফ্লিপকার্ট বা ইনফোসিসের বিনিয়োগের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী। শিল্পক্ষেত্রে আগামী দশ বছরের মধ্যে বাংলার লক্ষ্য এমন উচ্চতায় পৌঁছনো, যাতে সত্যিই বলা যায়, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। একইসঙ্গে আগামী বছরের শিল্প সম্মেলনের তারিখও ঘোষণা করলেন তিনি। জানা গিয়েছে, আগামী বছর ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি আয়োজন করা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩ এর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ