Trending

নাসার সহযোগিতায় চাঁদে কে যাবে আগে? বেজোসের ব্লু অরিজিন নাকি মাস্কের স্পেস এক্স? আর এই নিয়েই তৈরি হয়েছে যাবতীয় দ্বন্দ্ব। সূত্রের খবর, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে মহাকাশযাত্রীকে অবতরণ করানোর কথা ভাবছে নাসা। আর এই প্রথম একজন মহিলাকে অবতরণ করানোর ভাবনা চিন্তা করা হচ্ছে। আর এই সফর নাসার সঙ্গে করতে চেয়েছিল দুই ধনকুবের- জেফ বেজোস এবং এলন মাস্ক। আর গোল বেঁধেছে ঠিক এখানেই।
ব্লু অরিজিনের বক্তব্য নাসার সঙ্গে চুক্তি করার সময় ব্লু অরিজিনের সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তি হয় প্রাথমিক পর্যায়ে। কিন্তু দেখা গিয়েছে, সেই চুক্তির তোয়াক্কা না করে নাসা হাত মিলিয়েছে এলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে ২৯০ কোটি ডলারের চুক্তি করে। ব্লু অরিজিন জানাচ্ছে, মার্কিন কংগ্রেস যদি প্রাথমিক পর্যায়ে ৩৩০ কোটি ডলার বরাদ্দ করার প্রস্তাব দিয়েও মাত্র ৮৫ কোটি ডলার মঞ্জুর করে তাহলে কিভাবে নাসা এই চন্দ্র সফরের জন্য স্পেস এক্সের সঙ্গে হাত মেলাল? তারপরেই নাসার বিরুদ্ধে গত ১৩ অগাস্ট মামলা দায়ের করে বেজোসের ব্লু অরিজিন।
রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের প্রথম পর্যায়ের শুনানি হবে ১৪ অক্টোবর এবং তার দরুন আপাতত কাজের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে ১ নভেম্বর পর্যন্ত। এখন চাঁদে পৌঁছনর জন্য কে এগিয়ে থাকবেন? বেজোস নাকি এলন মাস্ক? সেটা সময়ের অপেক্ষা।
ব্যুরো রিপোর্ট