Trending

গত বছর সারা দেশে নিষিদ্ধ করা হয় জনপ্রিয় গেম পাবজি মোবাইল । এরপর তাঁর বিকল্প হিসেবে বাজারে আসে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই। জুনের প্রথম দিকে এটির আসার কথা থাকলেও ২ জুলাই এটি মুক্তি পায়। তবে অনেকেই পাবজি মোবাইল লাইটের মত বিজিএমআই এর লাইট সংস্করণ চালু হয়েছে কিনা সেদিকে নজর রেখে চলেছেন।
তবে ধ্রুব সত্যটি হল, এরকম আদতে কোনো লাইট ভার্সন প্রকাশ পায়নি ক্রাফটনের তরফ থেকে। তাই জোর দিয়ে বলা যায় যে, অনলাইনে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার যে লাইট ভার্সনগুলি সামনে আসছে, আদতে সেগুলি নকল সংস্করণ। জানা গিয়েছে, ক্রাফ্টনের তরফ থেকে আমাদের দেশে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লাইট সংস্করণ প্রকাশের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিক পরিকল্পনা প্রকাশ করেনি।
যার ফলে, বিজিএমআই এর লাইট সংস্করণটি যেহেতু বিদ্যমান নেই, তাই সেই নাম অনুসারে অনলাইনে তালিকাভুক্ত সমস্ত এপিকে ফাইল জাল হওয়ার সম্ভবনা ও প্রবল। তাই গেমারদের কেবল প্লে স্টোর থেকে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি ডাউনলোড করার কথা বলা হয়েছে। এতে আর যাইহোক নিরাপদে থাকবে সকল গেমার ও তাদের গুরুত্বপূর্ণ তথ্য।
ব্যুরো রিপোর্ট