Prime
Daily
জেফ বেজোসকে ছাপিয়ে বিশ্বের নয়া ধনীতম ব্যাক্তি বার্নার্ড আর্নল্ট
By sanchitabpn21 | August 7, 2021
Daily
জেফ বেজোসকে ছাপিয়ে বিশ্বের নয়া ধনীতম ব্যাক্তি বার্নার্ড আর্নল্ট। এলভিএমএইচ সংস্থার চেয়ারম্যান তথা চিফ এক্সিকিউটিভ অফিসার বার্নার্ড আর্নল্ট-এর মোট সম্পত্তির পরিমাণ ১৯,৮২০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫ লক্ষ কোটি টাকা।
চলতি বছরের প্রথমদিকে বিশ্বের ধনীতম ব্যক্তি কে হবেন, সেই প্রতিযোগিতা চলছিল ইলোন মাস্ক আর জেফ বেজোসের মধ্যে। ধনীতমদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন বার্নার্ড আর্নল্ট। মার্চের মাঝামাঝি বেজোস বাজিমাত করেন। এক নম্বর জায়গাটা দখলে করে নেন তিনি। ওই সময় অ্যামাজনের শেয়ারের দাম ২০% বৃদ্ধি পায়। তবে, জুলাইতে আর্থিক মন্দা দেখে আমাজন। আগস্টের শুরুতে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হাতছাড়া হল বেজোসের।
ব্যুরো রিপোর্ট