Daily

বিপদের দিনে মানুষের পাশে যে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধুর পরিচয় দেয়। করোনা কালে বহু মানুষ একদিকে হারিয়েছেন কাজ। অন্যদিকে চরম সংকটে পড়েছে তাঁদের সংসার। ঠিক এমন সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মত কাজ কতজনই বা করেন? বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় উঠে এলো সেই ছবি।
বহরমপুরের গোরাবাজার মিয়া মোড় মসজিদ সংলগ্ন এলাকায় বেশ কিছু দুঃস্থ এবং অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী। তুলে দিল গোরাবাজার সবুজসাথী এবং জীবনসেবা। কঠিন সময়ে হাতে খাবার পেয়ে হাসি ফিরে এলো সেই সকল মানুষগুলোর মুখে।
আর এই গোটা কর্মকাণ্ডের মূল কাণ্ডারি বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াবিদ মোহনলাল রশিদ। যিনি বহুদিন ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাতা হয়ে।
শুধু খাদ্য বিতরণ নয়। আগেও যেমন অসহায় মানুষদের কম্বল, বস্ত্র বিতরণ করেছে এই দুই ট্রাস্ট। তেমনি মেডিকেল চেক আপের ব্যবস্থাও বহুদিন ধরে হয়ে আসছে এই দুই ট্রাস্টের পক্ষ থেকে। অসহায় মানুষের বন্ধু মোহনলাল রশিদ জানিয়েছেন, ভবিষ্যতেও তাঁরা এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন। মানুষের পাশে দাঁড়িয়ে দেবেন প্রকৃত বন্ধুর পরিচয়।
কুশল শরিফ
বহরমপুর