Daily

বার্সেলোনার সাজানো বাগান যেন শুকিয়ে গিয়েছে। লিওনেল মেসি নেই। নেই তাঁর সঙ্গে খেলা তারকারাও। টিমের অবস্থাও শোচনীয়। বার্সেলোনার খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন খোদ সমর্থকরাও। কোচ রোনাল্ড কোমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় মুখ বাঁচাতে জাভিকে আঁকড়ে ধরেছে বার্সেলোনা। তাঁকে কোচ করে আনতে সৌদির ক্লাব আল-সাদে বিমান পাঠিয়েছেন খোদ প্রেসিডেন্ট। ক্লাবের সঙ্গে কথাবার্তা বলে জাভিকে নিয়ে দেশে ফিরতে।
জাভি নিজেও বার্সেলোনার দায়িত্ব নিতে আগ্রহী। আর ক্লাবকর্তারা ঘরের ছেলেকে নিতে চাইছে নিজেদের পিঠ বাঁচাতে। কারণ মেসির বার্সেলোনা ছাড়া মোটেই ভালো চোখে দেখেননি সমথর্করা। ফলে তা নিয়ে নানা আলোচনা। জাভি নিজে বার্সেলোনায় খেলেছেন টানা ১৭ বছর। নিজের হাতের তালুর মতোই চেনেন বার্সেলোনাকে। কিন্তু সমস্যা হচ্ছে, সৌদির ক্লাবের সঙ্গে জাভির চুক্তি আরও দু’বছর বাকি রয়েছে। সেই ক্লাব জাভিকে ছাড়তে আগ্রহী। বুধবার রাতে শেষ ম্যাচে জাভির ক্লাব ৩-৩ গোলে ড্র করেছে। খেলার পর টিমের ফুটবলারদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। ফলে আশা করা যায়, আইনী জটিলতা কাটিয়ে জাভির ঘরে ফেরা শুধু সময়ের অপেক্ষা।
সৌদি থেকে এক সাক্ষাৎকারে জাভি বলছেন, ‘ঘরের ফেরার জন্য উৎসুক হয়ে আছি। কী করব! বার্সেলোনার দায়িত্ব নিতে আগ্রহী আমি। কিন্তু চুক্তি জটিলতা না কাটলে আমার পক্ষে বার্সেলোনার দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’
ব্যুরো রিপোর্ট