Daily
বি পি এন ডেস্কঃ সকাল থেকেই লক্ষ্য ছিল শান্তিপূর্ণ নির্বাচনের দিকে রাজ্যবাসীর। কিন্তু তৃতীয় দফার নির্বাচন রক্ত, মারামারি, হেনস্থা, অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে দিয়েই শেষ হল। প্রথম কয়েক ঘণ্টা বাদে বেলা বাড়তেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠল এই দফার নির্বাচন। বিকেল পাঁচটা পর্যন্ত হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগণায় ভোটদানের হার ৭৭%। অভিযোগের মুখে কখনও শাসক শিবির তো কখনও বিরোধীরা। এছাড়াও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা আরও বাড়িয়ে দিল নির্বাচনী উত্তাপ। ডায়মণ্ড হারবারে যেমন উঠে এলো ইভিএম বিভ্রাটের মত ঘটনা, তো জাঙ্গিপাড়ায় খোলা জানলার সামনে ইভিএম নিয়ে ঝামেলা। আমতায় আবার ছাপ্পা ভোট নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী। বাদ গেলেন না হেভিওয়েট প্রার্থীরাও। আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ উঠে এলো বিজেপির বিরুদ্ধে তেমনই উলুবেড়িয়ায় তৃণমূলের আরেক প্রার্থী নির্মল মাজির ওপর পড়ল ইটবৃষ্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট প্রভাবিত করার মত অভিযোগও আনলেন। সব মিলিয়ে আজকের তৃতীয় দফার নির্বাচনে বাংলার ভোটে অশান্তির ঐতিহ্য বজায়ই থাকল।