Daily

বাংলা ভাষায় শব্দছক এখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি। তাই সাধারণত কাগজের কোণে ঠাঁই হয় শব্দছকের। আর সেই শব্দছক কিনা আত্মপ্রকাশ করল একেবারে চার পৃষ্ঠার ট্যাবলয়েডে!
গত শনিবার বিশ্ব বাংলার অফিসে উদ্বোধন হল বাংলার প্রথম শব্দছকের ম্যাগাজিন শব্দবাণের। উদ্বোধন করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শব্দপ্রেমীদের সামনে এই ট্যাবলয়েড আনতে পেরে উচ্ছ্বসিত শব্দবাণের মুখ্য কারিগর শুভজ্যোতি রায়। চার পাতার ট্যাবলয়েড, পুরোটাই রঙিন।
যাদবপুর নিবাসী শুভজ্যোতি রায়ের নেশা এবং পেশা দুই শব্দছককে ঘিরেই। দীর্ঘ ২২ বছরের অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের পর আজ শুভজ্যোতির ভাবনা এক সার্থক রূপ পেল। উল্লেখ্য, শুভজ্যোতি বাংলা ভাষায় শব্দছকের জন্য ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য। তাঁর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে দেবশঙ্কর হালদারের মত ব্যক্তিত্বরা।
ব্যুরো রিপোর্ট