Daily

শতাব্দীপ্রাচীন ১২তম হিলবার্টস প্রব্লেমের সুরাহা করলেন বাঙালি গণিতবিদ সমিত দাশগুপ্ত। ১০০ বছরের অংকের সমাধান করলেন মাত্র ২০ বছরে। মার্কিন জার্নাল ‘কোয়ান্টা’-তে তাঁর এই সাফল্যের কথা প্রকাশ হতেই বিশ্বজুড়ে শোরগোল পরে যায়।
কথায় আছে, বাঙালি পারে না এমন কোনো কাজই অস্তিত্ব রাখে না। হলোও তেমন। দেশি না হোক প্রবাসীই সাহি। সরকারি অফিসের ফাইলের মতো এখনও আলমারি বন্দী বহু গাণিতিক সমস্যা। সমাধানের অপেক্ষায় প্রত্যেকেই।
দিন গিয়েছে। মাস গিয়েছে। বছর গিয়েছে। পেরিয়েছে শতাব্দীও। আজও চলছে বাক্সবন্দী সেসব অজানা অংকের সমাধানের খোঁজ।
এবার সেই শতাব্দী পেরোনো একটি অংকের সমাধান করে বিশ্বজুড়ে প্রশংসিত হলেন গণিতবিদ সমিত বাবু। বর্তমানে ডিউক বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক এবং গবেষক তিনি। কাজের দিনে পাশে পেয়েছেন বন্ধু গবেষকদেরও। বিশেষভাবে সাহায্য করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক মহেশ কাকড়ে। কুর্নিশ তাঁকে। কুর্নিশ তাদের প্রত্যেককে।
ব্যুরো রিপোর্ট