Daily

লক্ষ্য, বাংলার লোকশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বের দরবারে বাংলার লোকশিল্পকে প্রতিষ্ঠিত করা। তাই এবার রাজ্য সরকারের উদ্যোগে লোকশিল্পীদের উৎসাহিত করতে সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে তথ্য সংস্কৃতি ভবনে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের উপস্থিতিতে সমৃদ্ধ হয় এই কর্মশালার আসর। তিন দিনব্যাপী এই ওয়ার্কশপে ৫০ জন ভাটিয়ালি শিল্পীকে শংসাপত্র দেওয়া হয়। শংসাপত্র তুলে দেন, অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী। ওয়ার্কশপে উপস্থিত গাইডদের থেকে প্রপার ট্রেনিং পেয়ে এবং সর্বোপরি সরকারি স্বীকৃতি পেয়ে খুশি শিল্পীরা।
এই ধরণের ওয়ার্কশপ অ্যারেঞ্জমেন্টের উদ্দেশ্যটা কি, শুনুন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর মুখ থেকেই।
বাংলার লোকশিল্পের প্রচার বাড়াতে এই ধরণের ওয়ার্কশপের ভূমিকা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বলার অবকাশ রাখে না। আর এই ধরণের ওয়ার্কশপ আগামীদিনে যে শিল্পীদের আগ্রহ বাড়াবে, তা বলাই যায়।
বিক্রম লাহা
বারাসাত