Daily

এখনও হয়ত সেভাবে চোখ রাঙায়নি বাংলায়। কিন্তু অন্যান্য রাজ্যে আতঙ্ক সে তৈরি করে দিয়েছে। এবার গুটি গুটি পায়ে প্রবেশও করে ফেলল রাজ্যে। এবং চিকিৎসকদের কোভিড আবহাওয়ার মধ্যেও উস্কে দিল আতঙ্ক আরও কিছুটা। বাংলার এক তরুণীর প্রাণ কেড়ে নিল ঘাতক ব্ল্যাক ফাঙ্গাস।
মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তীর। প্রথমে করোনায় আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সমস্যার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ ভয়াবহ হয়ে ওঠে।
তরুণীর চোখ, চোয়াল, মস্তিষ্ক এবং সাইনাসে মারাত্মক প্রভাব পড়ে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। আর তাতেই মৃত্যু হয় শুক্রবার। ইতিমধ্যে চিকিৎসকদের উদ্বেগ অনেকটাই বেড়ে গেছে। করোনার মধ্যেই এ যেন ঘোর অশনি সংকেত। খুব দ্রুতই চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা এখন করছে স্বাস্থ্য ভবন।
ব্যুরো রিপোর্ট