Market

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব বাংলা দখলের জন্য কর্মনাশা বাংলার ছবিটাই তুলে ধরেছিলেন। যেখানে তাঁদের দাবি ছিল, তৃণমূল জমানায় বাংলা শুধুই পেয়েছে বেকারত্ব। নেই চাকরি, নেই উপার্জনের পথ। কিন্তু সম্প্রতি কেন্দ্রের একটি সংস্থার দেওয়া তথ্য বলছে একেবারে অন্য কথা। যেখানে পরিষ্কার, বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে প্লেসমেন্ট দেবার প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে বাংলা। এমনকি শিবরাত্রির সলতে পাকানো সিপিএমের কেরালাকেও পিছনের সারিতে ঠেলে দিয়েছে মমতা নেতৃত্বাধীন বাংলা। এই তথ্যই উঠে এল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই মারফত।
দেশের ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশাগত কোর্স পড়ান হয় এমন প্রতিষ্ঠানগুলির নিয়ামক সংস্থা এআইসিটিই। ২০১৯-২০ সালে গোটা দেশজুড়ে সমীক্ষা চালিয়ে তাদের কাছে উঠে এসেছে এমনই তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট পাশ করা ছাত্র ছাত্রীদের অ্যাপয়েন্ট করার নিরিখে এগিয়ে রয়েছে বাংলা। পিছনে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরালা, মহারাষ্ট্র এমনকি কর্ণাটক। উল্লেখ্য এই রাজ্যগুলির অধিকাংশই বিজেপি শাসিত। সমীক্ষা বলছে, বিজেপি শাসিত কর্ণাটকে যেখানে মোট ছাত্রসংখ্যার ৩৮% হাতে তুলে দেওয়া হয়েছে নিয়োগপত্র সেখানে বাংলার ৫০% পড়ুয়াদের এনরোল করা হয়েছে চাকরিতে, যা গোটা দেশের মধ্যে নিঃসন্দেহে নজিরবিহীন। গুজরাতে এই হার মাত্র ২৮% এবং উত্তরপ্রদেশে মাত্র ৩৫%।
উল্লেখ্য, ২০১৯-২০ বর্ষের ছাত্রছাত্রীদের পড়াশোনার পুরোটাই অতিমারির কবলে পড়েনি। কিন্তু শেষ সেমিস্টার মার্চের পরে থাকার কারণে সেইসময় গোটা দেশজুড়ে চলছিল ভরা লকডাউন। তার জেরেই পরীক্ষার্থীদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে আর কিভাবেই বা হবে প্লেসমেন্ট সেই নিয়েও বড় প্রশ্ন তৈরি হয় সরকার মহলে। কিন্তু দেখা যায়, এই কঠিন সময়েও বাংলা থেকেছে এগিয়ে। বাংলার চেয়ে এগিয়ে আছে একমাত্র দুটি রাজ্য- দিল্লি এবং তামিলনাড়ু। কিন্তু দিল্লিতে পড়ুয়ার সংখ্যা বাংলার তুলনায় কম। বিহার, ওড়িশা এমনকি ত্রিপুরাকে ঠেলে নামিয়ে বাংলার পড়ুয়াদের হাতেই প্লেসমেন্টের প্রতিযোগিতায় উঠে এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার।
ব্যুরো রিপোর্ট