Daily
দীর্ঘ দেড় বছর পর গোটা রাজ্য জুড়ে যেমন বেজে উঠেছে স্কুলের ঘন্টা তেমনি কলেজ ও বিশ্ববিদ্যালয়মুখো হচ্ছেন ছাত্রছাত্রীরা। তারই এক টুকরো ছবি ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপাতত ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাই অনুমতি পেয়েছেন আসার জন্য। বিশ্ববিদ্যালয়ের মেন গেটে ছাত্রছাত্রীদের স্বাগতম জানানো হচ্ছে ফুল, পেন ও চকোলেট দিয়ে। এমন অভিনব উদ্যোগে খুশি পড়ুয়ারা।
এতদিন পরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পা পড়েছে। এই বিষয়ে শুনে নেব কী বলছেন মাননীয় উপাচার্য সৈকত মিত্র।
সবরকম করোনা বিধি মেনেই খোলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দরজা। প্রাথমিক পর্যায়ে শুধু ফাইনাল ইয়ারের পড়ুয়াদের জন্য খোলা হলেও ধাপে ধাপে পরিস্থিতি বিচার করে প্রত্যেক পড়ুয়াই আসার অনুমতি পাবেন।
রনি চ্যাটার্জী
নদীয়া