Daily
আজ থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা হাতে পেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। রাজ্যের বিভিন্ন জেলায় এবং ব্লকে ছাত্রছাত্রীরা এদিনই হাতে পেল তাদের উচ্চশিক্ষার চাবিকাঠি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সামাজিক প্রকল্পে মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ড কন্যাশ্রীর পরে মাইলস্টোন বলা যেতে পারে। যদিও বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন ধরণের পদ্ধতিগত জটিলতায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত রাজ্য সরকারের চূড়ান্ত হস্তক্ষেপে ছাত্রছাত্রীরা এদিনই হাতে পেল তাদের স্বপ্নের চাবিকাঠি। উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায় বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় ধরা পড়ল ছাত্রছাত্রীদের আনন্দের ছবিটা।
উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে জেলাশাসক সুমিত গুপ্তা নিজে উদ্যোগী হয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আর এই ক্রেডিট কার্ড পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও। এখন থেকে রাজ্য সরকারের গ্যারান্টিতে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় প্রবেশ করবেন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে। শোনাব ছাত্রছাত্রীদের বক্তব্য। আর গোটা প্রক্রিয়ার সাক্ষী থাকলেন আমাদের প্রতিনিধি।
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা উত্তর দিনাজপুর। আজকে সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আনন্দের সীমা ছিল না ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্রছাত্রীদের কথাতেই বেরিয়ে আসল সীমাহীন আনন্দের কথা।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতেও একইরকম ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বহু প্রতীক্ষার পরে ছাত্রছাত্রীরা হাতে পেল তাদের উচ্চশিক্ষার জিয়নকাঠি। এদিন বহরমপুরে মহকুমা শাসকের তত্তাবধানে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কার্ড পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। শুনুন এদের আনন্দের কথা এদের মুখ থেকে। তবে বিষয়টিকে যিনি ক্যামেরাবন্দি করলেন সেই আমাদের প্রতিনিধির কথাতেও ধরা পড়ল আজকের দিনটির কথা। রাজ্যের ছাত্রছাত্রীরা হাতে পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
বিক্রম লাহা, অনুপ জয়সোয়াল, কুশল শরিফ
উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, বহরমপুর