Trending
৯টা ৫টার বেড়াজালে আটকানো বাঙালি নাকি ব্যবসা করবে। আজ্ঞে হ্যাঁ! বাঙালি ব্যবসা করবেই। কারণ ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। আর বাংলার মাটিকে লক্ষ্মীমন্ত করে তুলতে ব্যবসা তো বাঙালি করবেই। এখনও অনেকটা পথ চলা বাকি। শুধু সময়ের অপেক্ষা। আরে বাবা! চাঁদ সদাগর বা জগত শেঠ যে জাতির পূর্বপুরুষ, সেই জাতির নাকি রক্তে ব্যবসা নেই? কেউ মানবে? বাঙালি হচ্ছে ব্যবসার ঝড়। আর ঝড় কোনোদিন পিছন ফেরে?
অপরচ্যুনিটি আর সংস্কৃতির আঁতুড়ঘর এই পশ্চিমবঙ্গ। ইতিহাস সাক্ষী আছে, কীভাবে বাংলার প্রানবন্ত ব্যবসায়ীরা বাংলার একটা আইডেন্টিটি তৈরি করেছে গোটা বিশ্বের সামনে। পরিস্থিতির কারণেই হোক বা পুঁজির বরাভয়ই হোক, মাঝে কিছুটা সময় বাংলা একটা ব্যবসায়িক ডাউনটার্ন লক্ষ্য করলেও আজ সে ঘুরে দাঁড়িয়েছে। আর প্রমাণ করেছে যে, বাঙালি হচ্ছে ব্যবসায়ীর জাত। বাংলা এবং বাঙালির মগজাস্ত্রে শান দিতে তাই এগিয়ে এসেছে বঙ্গীয় বাণিজ্য পরিষদ। মান্ধাতার আমলের ভাবনাকে দূরে সরিয়ে বাঙালির মগজে ব্যবসার পোকা ঢুকিয়ে দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। পেশা হিসেবে বাঙালি যে ব্যবসাকেও বেছে নিতে পারে, এবার সেটাই প্রমাণ করতে বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজন করলো বাংলার নবজাগরন ২.০।
লক্ষ্য একটাই। বাংলার ব্যবসার জগতে থাকা গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো ওভারকাম করা। যাতে বাংলার ব্যবসায়িক ইকোসিস্টেম একটা অন্য মাত্রা পায়। আর এটা তখনই সম্ভব যখন বাংলার ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীরা একত্রিত হবে। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলবে। আর এই মিলন মেলা ছিল সেই উদ্দেশ্য সফলের এক ঐতিহাসিক প্রয়াস।
সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে আসা ডোকরা শিল্পী বলুন কিংবা হ্যান্ডিক্রাফট শিল্পী- এইধরনের একটা প্ল্যাটফর্ম পেয়ে রীতিমত খুশি তারা প্রত্যেকেই।
রাজিব কুমার মাইতি, ডোকরা শিল্পী (১২.০৪-১২.১৮)
এটা সত্যি যে, আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি ব্যবসা করতে পারে কি না, সেই প্রশ্ন অপ্রাসঙ্গিক। কারণ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে, বাঙালি যে ঠিক কী করে দেখাতে পারে, তা আমাদের কারও কাছেই অজানা নয়। তাই শত বাধা-ব্যাঙ্গ এবং পিছুটান উপেক্ষা করেই এগিয়ে চলেছে বাঙালি ব্যবসায়ীরা। হয়তো বিষয়টা এখনও সেভাবে চোখে পড়ার মতো নয়। কিন্তু সেই দিন আসতে আর কতই বা দেরি?
অনুষ্ঠানে আয়োজিত জব ফেয়ার, ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার, ক্যারিয়ার অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার যেমন একদিকে ছোট- মাঝারি ব্যবসায়ীদের এবং ক্যারিয়ার মাইন্ডেড মানুষজনকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। তেমনই অন্যদিকে সাকসেসফুল বিজনেস লিডারদের মেসেজ তাদের প্রতিমুহূর্তে চ্যালেঞ্জকে ভেঙে চুরমার করে দেওয়ার এনার্জিও দেবে। পূর্বজদের প্রতি শ্রদ্ধা এবং আগামীর প্রতি উৎসাহ- সব মিলিয়ে বাংলার নবজাগরনের এই অসাধরন প্রয়াস বাংলার ব্যবসায়িক ইকোসিস্টেমকে যে আগামীদিনে আরও সমৃদ্ধ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ