Market
৫ অক্টোবর, ২০২০- ২৮ মে, ২০২১, দীর্ঘ ৭ মাস বাদে বসতে চলেছে ৪৩ তম জিএসটি কাউন্সিলের মিটিং। তাও ভার্চুয়ালি। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর গত ১৩ মে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার জন্য কেন্দ্রকে চিঠি পাঠায়। রাজ্যের চিঠির প্রাপ্তি স্বীকার করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায় আগামী ২৮মে, নির্মলা সীতারামনের সভাপতিত্বে বেলা ১১টায় বসবে কাউন্সিলের ৪৩ তম অধিবেশন।
করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ- এই দীর্ঘ মাসের ব্যবধানে কাউন্সিলের কোন অধিবেশন হয়নি। তাই সংশোধন করাও যায়নি জিএসটির কর কাঠামোকে।
অর্থনীতিতে জিডিপি যখন প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চাপে একেবারে তলানিতে এসে ঠেকেছে ঠিক তখনই কাউন্সিলের অধিবেশন না হওয়ায় রাজ্যগুলির কর বাবদ কেন্দ্রের কাছে পাওনা টাকা নিয়ে চলছিল চাপানউতোর।
সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভায় শাসক বিজেপির ভরাডুবি হওয়ায় কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছিল রাজ্যগুলি।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে কাউন্সিলের অধিবেশন ডাকাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মনে করছেন আর্থিক বিশ্লেষকরা
মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন সরব কেন্দ্রের বঞ্চনা নিয়ে সেখানে কেন্দ্রের এই তড়িঘড়ি সিদ্ধান্তকে একপ্রকার রাজ্যগুলির আর্থিক ক্ষেত্রে নৈতিক জয় বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। কাউন্সিলের ৪৩ তম অধিবেশনে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে কী বার্তা দেওয়া হবে আর সেখান থেকে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিনা সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট